জেলা শিল্পকলা একাডেমি
ঝালকাঠি।
নাট্যকার, নাট্য নির্দেশক ও দেশীয় যাত্রাপালা নির্মাণ কারীদের জন্য সু-সংবাদ।
অত্যন্ত আনন্দের সাথে জানানো যাচ্ছে যে, জেলা শিল্পকলা একাডেমি, ঝালকাঠি শীঘ্রই একটি নতুন দেশীয় যাত্রাপালা আয়োজন করতে যাচ্ছে। আগ্রহীদের আগামী ৩০ সেপ্টেম্বর এর মধ্যে অফিস চলাকালীন সময়ে পূরণকৃত ফরমটি জেলা প্রশাসনের কার্যালয়ে অথবা জেলা শিল্পকলা একাডেমি অফিস কক্ষে জমা দিতে হবে।
বাংলাদেশ শিল্পকলা একাডেমি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ উপলক্ষে বছরব্যাপী শিল্পযজ্ঞ আয়োজন করবে। এরই অংশ হিসেবে ঝালকাঠি জেলা শিল্পকলা একাডেমি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবন ও কর্মের উপর একটি নাটক মঞ্চায়ন আয়োজন করবে। এই নিমিত্তে একজন নাট্যকার ও একজন নির্দেশক মনোনীত করা হবে। আগ্রহী ব্যক্তিদেরকে নির্দিষ্ট ফরম পূরণ করে আগামী ৩০ সেপ্টেম্বর এর মধ্যে জেলা প্রশাসনের কার্যালয়ে অথবা জেলা শিল্পকলা একাডেমি অফিস কক্ষে জমা দিতে হবে।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস